হাইলাকান্দি (অসম) ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী বিজ্ঞাপন নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানালেন হাইলাকান্দি জেলার মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান কাম ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম। হাইলাকান্দি জেলার সব রাজনৈতিক দলের সভাপতি, সম্পাদককে প্রেরণ করা এক পত্রে ডিস্ট্রিক্ট কমিশনার, নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত নির্বাচনী বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকার উল্লেখ করে জানান, ইসিআইর নির্দেশিকা অনুসারে হাইলাকান্দি জেলায় একটি মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএম সি) গঠন করা হয়েছে। যা জেলা গ্রন্থাগার ভবনের প্রথম মহলায় জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের (ডি আই পি আর ও) অফিসে কাজ করছে ।
লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো বিজ্ঞাপন প্রকাশের আগে এম সি এম সি সেল থেকে পূর্বানুমতি নেওয়ার জন্য রাজনৈতিক দল সমূহকে আহবান জানান তিনি । রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করার পূর্বে এম সি এম সি কমিটির কাছ থেকে প্রাক প্রমানপত্র গ্রহন করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার অক্ষুন্নতা বজায় রাখতে কোনও ধরনের পেইড নিউজ প্রচার করতেও বারণ করা হয়েছে । এম সি এম সি সেল ইসিআই-র নির্দেশিকা মেনে লোকসভা নির্বাচন সম্পর্কিত পেইড নিউজ নিরীক্ষণ করছে। মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি প্রিন্ট, ইলেক্ট্রনিক, নিউজ পোর্টাল, সোসাল মিডিয়া ইত্যাদি প্রচার মাধ্যমের উপর প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে । তাই যে কোন রাজনৈতিক দলের বিজ্ঞাপন প্রচার, সম্প্রচারের আগে এম সি এম সি সেল থেকে প্রাক প্রমানপত্র গ্রহন করতেও বলা হয়েছে । তাছাড়া পেইড নিউজ প্রচার করতে নিষেধ করা হয়েছে ।