আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য : জীতেন্দ্র

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য। তাদের পায়ের তলার মাটি কাঁপছে। আজ ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে শান্তিরবাজারের বীরচন্দ্রমনুতে নির্বাচনী সভায় এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

এদিন তিনি বলেন, দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কোনো ধরণের পরিসংখ্যান দপ্তরের কোনো তথ্য রাখেনি। শুধু প্রধানমন্ত্রীর দফতর থেকে তথ্য দেওয়া হবে। নির্বাচনে মিথ্যে তথ্য প্রচার করছে বিজেপি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, বিকশিত ভারত গড়ার স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী আড়াই লক্ষ কোটি টাকার ঋণ করেছেন। আড়াই লক্ষ কোটি টাকার ঋণের বোঝা দেশবাসীর মাথায় চাপিয়েছেন। বিজেপি সরকার একটাও প্রতিশ্রুতি পালন করে নি। দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

তাঁর দাবি , দেশের মধ্যে কলঙ্কিত, দুর্নীতিবাজ দল ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *