“বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল করাতে চাইছে”, দাবি কুণালের

কলকাতা, ৬ এপ্রিল, (হি.স.): ভূপতিনগর-কাণ্ডে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার এক্স হ্যান্ডলে তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া দেন।

কুণাল জানান, “ভূপতিনগরের ঘটনা অনভিপ্রেত। কিন্তু, এর পেছনে বিজেপির রাজনীতি ও প্ররোচনা। যেহেতু মানুষ জানেন বিজেপি নেতারা এনআইএ-র সঙ্গে দেখা করে তৃণমূল কর্মীদের তালিকা দিয়ে এসেছিলেন। তাই সবাই চক্রান্তটা জানেন। স্বতঃস্ফূর্ত ক্ষোভ।

কোর্টকে সামনে রেখে এলাকা থেকে তৃণমূল কর্মীদের সরাতে মিথ্যা অভিযোগে নাম দিয়ে এনআইএ দিয়ে সরাতে চাইছে বিজেপি। মানুষ বাধ্য হয়ে প্রতিবাদ করেছেন।”