নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। একইসঙ্গে জোর দিয়ে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষ্যে শনিবার সকালে টুইট করে রাজনাথ সিং লিখেছেন, “বিজেপির প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংমাইক্রোব্লগিং সাইট এক্স-এ আরও লেখেন, “আমি দলের সমস্ত কর্মীদের অভিনন্দন জানাই, যারা বিজেপিকে শুধু ভারতে নয় বিশ্বের এক নম্বর রাজনৈতিক দলে পরিণত করেছেন। এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, বিজেপি একটি বিকশিত ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।”