প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়তে সাহায্য করছে বিজেপি : অমিত শাহ

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের হার্দিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়তে সাহায্য করছে বিজেপি। ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে শনিবার সকালে এক্স-এ অমিত শাহ টুইট করে লিখেছেন, “ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে সকল কর্মীদের শুভেচ্ছা।”

অমিত শাহ আরও লেখেন, “সংগঠনের প্রতি অটুট নিবেদন, কাজের প্রতি আনুগত্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে, দিনরাত কাজ করে কর্মীরা বিজেপিকে কোটি কোটি দেশবাসীর আশা-আকাঙ্খার শক্তিশালী মাধ্যম করে তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপি দরিদ্র কল্যাণ, সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্গঠন এবং মহিলাদের সম্মানের সমার্থক হয়ে একটি বিকশিত ভারত গড়তে সাহায্য করছে।”