নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র নেত্রী অতিশী।পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তীব্র সমালোচনা করেছেন তিনি। শনিবার সকালে অতিশী বলেছেন, “বিগত দুই বছর ধরে এই তথাকথিত আবগারি কেলেঙ্কারির মানি ট্রেইল (অর্থ উৎস) তদন্ত করছে ইডি। ইডি এখনও এএপি-র নেতাদের সঙ্গে সম্পর্কিত অর্থের ট্রেইল তদন্ত করছে, কিন্তু তাঁরা কোনও এএপি নেতার কাছ থেকে অপরাধের আয়ের এক পয়সাও পায়নি। সুপ্রিম কোর্ট ক্রমাগত ইডিকে জিজ্ঞাসা করেছে, এএপি-র সঙ্গে মানি ট্রেইল কোথায় যুক্ত?… কিন্তু ইডি-র কাছে এর কোনও উত্তর নেই।”
দিল্লির মন্ত্রী অতিশী আরও বলেছেন, “বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, মানি ট্রেইল প্রমাণিত হয়নি, এটা বিতর্কিত। কিন্তু মানি ট্রেইল না থাকার পরেও এই মামলায় অনেক এএপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।” বিজেপির সমালোচনা করে অতিশী বলেছেন, “বিজেপি এএপি এবং দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি, সিবিআই, আইটি এবং ভারতের নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলির মাধ্যমে সমস্ত ধরণের মিথ্যা মামলা দায়ের করেছে। আমি বিজেপিকে বলতে চাই, তাঁরা যদি রাজনৈতিকভাবে এএপি-র মুখোমুখি হতে চায়, তাহলে বিজেপিকে এজেন্সির আড়ালে লুকিয়ে নির্বাচন করার চেষ্টা করা উচিত নয়। সাহস থাকলে এগিয়ে আসুন এবং আপনার কাজের ভিত্তিতে নির্বাচনে লড়ুন।”