কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে শনিবার দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা)। আর তা করতে গিয়ে পূর্ব মেদিনীপুরে আবার বাধার মুখে পড়েন আধিকারিকেরা। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে এনআইএ।
এনআইএ-র দাবি, বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন ধৃত বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। আতঙ্ক ছড়ানোর জন্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তদন্তে তেমনই দেখা গিয়েছে। বলাইচরণ এবং মনোব্রত স্থানীয় তৃণমূল নেতা।
এনআইএর তরফে জানানো হয়েছে, পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়ে বলাইচরণ এবং মনোব্রতকে গ্রেফতার করা হয়েছে। মনোব্রতের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখানে স্থানীয়েরা আধিকারিকদের বাধাদানের চেষ্টা করেন। এনআইএর এক আধিকারিক অল্প চোটও পেয়েছেন। কয়েক জন সংস্থার গাড়িতে হামলা চালিয়েছে।
এনআইএর দাবি, গ্রেফতারি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার কথা ছিল এনআইএর। কিন্তু ভূপতিনগর থানায় যেতে আধিকারিকদের বাধা দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। এনআইএ দাবি করেছে, তদন্তে জানা গিয়েছে, আতঙ্ক ছড়ানোর জন্য মনোব্রত এবং বলাইচরণ বোমা তৈরি এবং তা বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিলেন।