চণ্ডীগড়, ৬ এপ্রিল (হি.স.) : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাব পুলিশের এসিপি-সহ এক ব্যক্তির। শুক্রবার রাতে পঞ্জাবের লুধিয়ানা জেলার সমরালা এলাকার দিয়ালপুরা গ্রামের ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাত ১টা নাগাদ দুটি গাড়ির সংঘর্ষে পঞ্জাব পুলিশের এসিপি এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দুটি গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষে পঞ্জাব পুলিশের এসিপি এবং একটি গাড়ির চালকের মৃত্যু হয়েছে। নিহত এসিপির নাম সন্দীপ এবং চালকের নাম প্রভজোত।
সন্দীপ লুধিয়ানার আগে সাঙ্গরুরে কর্মরত ছিলেন এবং ২০১৬ ব্যাচের ডিএসপি ছিলেন। পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি গাড়িই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। যে গাড়িতে এসিপি সন্দীপ যাচ্ছিলেন হঠাৎই সেই গাড়িতে আগুন ধরে যায়। কেউই গাড়ি থেকে বেরনোর সুযোগ পাননি।

