আগরতলা, ৬ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫.৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানা পুলিশ। সাথে ওই মহিলাকে আটক করা হয়েছে। এর আগেও ওই মহিলাকে নেশা সামগ্রী বিক্রয়ের অপরাধে দুবার এনসিসি থানার পুলিশ আটক করেছিলেন বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার।
পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার অন্তর্গত লিচু বাগান গোয়ালা বস্তিতে কালা দেবী নামে এক মহিলার কাছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩৫.৬৫ গ্রাম হেরোইন সহ খালি কন্টেনার উদ্ধার করে এনসিসি থানা পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, এর আগেও কালা দেবীকে দু’বার এনসিসি থানার পুলিশ আটক করেছিলেন। এবার আরো বেশি পরিমাণে ব্রাউন সুগার সহ তাকে পাওয়া যায়।