ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দুই মাঠে দুটি ম্যাচ। চার দলের খেলা। চারটি দলেরই নিজেদের তৃতীয় ম্যাচ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। ইতোমধ্যে টুর্নামেন্টের গ্রুপ লিগের খেলা মাঝামাঝি পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল টুর্নামেন্টের ৭ম দিনে বামুটিয়ার তালতলা স্কুল মাঠে মৌচাক কোচিং সেন্টার খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। মৌচাক তাদের প্রথম ম্যাচে চাম্পামুড়া কোচিং সেন্টারের কাছে ২ উইকেটে পরাজিত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে হেরেছে ব্লাড মাউথ এর কাছে ২৭৫ রানের ব্যবধানে। লাল বাহাদুর প্রথম ম্যাচে তরুণ সংঘের কাছে ৩০ রানে হারলেও দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হওয়ায় জুটমিলের সঙ্গে পয়েন্টের ভাগ পেয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে আগামীকাল এ ডি নগর প্লে সেন্টার খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। এডি নগর প্লে সেন্টার নিজেদের প্রথম ম্যাচে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল কে পাঁচ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে পরাজিত করেছে। একই রকম এগিয়ে চলো সংঘ পরপর দুই ম্যাচে যথাক্রমে ক্রিকেট অনুরাগীকে এবং ভগিনী নিবেদিতা মহিলা সমিতির দলকে ১০ উইকেটের ব্যবধানে পরাজিত করে তালিকার শীর্ষে রয়েছে। দুই দলই আগামীকাল তৃতীয় জয় ছিনিয়ে জয়ের হ্যাট্রিক করতে চাইছে।
2024-04-05

