নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.): কেজরিওয়ালের গ্রেফতারি ষড়যন্ত্রের অংশ বলে শুক্রবার দাবি করলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন এএপি নেতা।
তিনি বলেন, দিল্লির মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে যাঁরা ধরা পড়েছেন, তাঁরা কেজরিওয়ালের নাম না নেওয়া পর্যন্ত ইডি তাঁর বক্তব্যকে নির্ভরযোগ্য বলে মনে করেনি, কিন্তু তিনি অরবিন্দ কেজরিওয়ালের নাম নেওয়া মাত্রই সেই বক্তব্য মেনে নেওয়া হয়েছে। তাদের বয়ানের ভিত্তিতেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে।
সঞ্জয় সিং-এর দাবি, মাগুন্তা রেড্ডি ও তাঁর ছেলে রাঘব মাগুন্তা এই ঘটনার সঙ্গে যুক্ত। চাপের মুখে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন তিনি। তাঁর ন’টি বয়ানে কিছুই ছিল না, দশম বিবৃতিতে অরবিন্দ কেজরিওয়ালের নাম এসেছে। পুরোটাই ষড়যন্ত্র বলে তাঁর দাবি।