এটা কি বিদেশের জন্য তৈরি, কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিজেপির কটাক্ষ

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। এই নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবাংলায় বিজেপির সহ ইনচার্জ এবং আইটি সেলের প্রধান অমিত মালব্য। সামাজিক মাধ্যম এক্স-এ মালব্য কংগ্রেসের ইস্তেহারের ছবি শেয়ার করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, ” মনে হচ্ছে কংগ্রেস ভুলে গেছে যে তাঁরা ভারতের জন্য একটি ইস্তেহার তৈরি করছে। তারা রাহুল গান্ধীর জন্য কোনও ছুটির পরিকল্পনা করছেন না। ইস্তেহারে থাইল্যান্ডের একটি চিত্র ব্যবহার করে কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে? নির্বাচনের পরপরই রাহুল গান্ধী আবার ছুটি কাটাতে থাইল্যান্ডে গেলে অবাক হওয়ার কিছু নেই লিখেও কংগ্রেসের ওপর ক্ষোভ উগরে দেন মালব্য।

কংগ্রেস তাদের ইস্তেহারের নাম দিয়েছে ন্যায়পত্র, যেখানে জনগণের কাছে লম্বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে