ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় পেয়েছে স্ফুলিঙ্গ। তবে তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে জেসিসি-র কাছে ৪৫ রানে হারের পর, দ্বিতীয় ম্যাচে ব্লাডমাউথকে বারো রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। শুক্রবারে দ্বিতীয় জয় পেয়েছে হার্ভেকে ৮৩ রানে হারিয়ে। খেলা ছিল টিআইটি গ্রাউন্ডে বেলা একটায়। টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। টস জিতে হার্ভে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর শর্মার ৫৭ রান এবং শচীন শর্মার ৫৩ রান উল্লেখযোগ্য। সাগর ৩০ বল খেলে, ছটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে, দলের রান সুউচ্চ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে হার্ভে ব্যাট করতে নামলে ১৮.৪ ওভার খেলে ৮৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিশাল দেববর্মা সর্বাধিক ১৮ রান পায়। স্ফুলিঙ্গের শরীফ উদ্দিন ১৯ রানে তিনটি এবং বৈভব পাল ৬ রানে ও বিজয় রায় ৯ রানে দুটি করে উইকেট পেয়েছে।
2024-04-05