বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, রেপোরেট অপরিবর্তিত রিজার্ভ ব্যাঙ্কের

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই। মনিটারি পলিসি মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার একথা জানিয়েছেন। তিনি জানান, চলতি অর্থবর্ষে এবার আর রেপোরেট বাড়াচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক। সামনেই লোকসভা নির্বাচন সেকারণেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই সময় রেপোরেট বাড়ালে সাধারণ মানুষের উপরে চাপ পড়বে। সেকারণেই রেপোরেট ৬.৫ শতাংশতেই বহাল রাখার সিদ্ধান্তে সহমত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। চলতি আর্থিক বর্ষে এটাই ছিল প্রথম বৈঠক কমিটির। রেপোরেট অপরিবর্তিত রাখার পাশাপাশি ২০২৫ অর্থবর্ষের সম্ভাব্য জিডিপি গ্রোথও জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। ২০২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য পরিমাণ ৭ শতাংশ রাখা হয়েছে। এদিকে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তিন দিন ধরে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আরবিয়াই।