চাম্বা, ৫ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার রাতের দিকে হিমাচলের চাম্বা জেলায় ভূমিকম্প হয়েছে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চাম্বা জেলার পাশাপাশি জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। এক কথায়, উত্তর ভারতের বিভিন্ন জায়গা আচমকা কেঁপে ওঠে।
৭ সেকেন্ডের এই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে ক্ষয়ক্ষতি-হতাহতের কোনও খবর নেই। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ৫.৩ ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে দফায় দফায় ভূমিকম্প হয়েছিল দেশের নানা জায়গায়। দেশের একাধিক স্থানে কম্পন অনুভূত হয়েছিল। কয়েক সপ্তাহ পর আবারও ভূমিকম্প হলো দেশে।