রায়পুর, ৫ এপ্রিল (হি. স.) : কংগ্রেস জনগণের বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে, শুক্রবার এই মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই । তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, আপনারা সবাই কি মনে করেন কংগ্রেস সরকার গঠন করতে পারবে? ছত্তিশগড়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৬টি প্রতিশ্রুতি দিয়েছিল, শুধু তাই নয় তাঁরা ৫ বছর সরকার চালানোর সুযোগও পেয়েছিল। কোনওটাই তাঁরা কাজে লাগাতে পারেনি। কংগ্রেস জনগণের বিশ্বাস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। এই দল একটি ডুবন্ত জাহাজ।”
2024-04-05