কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : ফের অসুস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শুক্রবার তাঁকে ভর্তি করা হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিহাইড্রেশনের কারণেই তিনি অসুস্থ।ফলে হাসপাতাল থেকে না ফেরা পর্যন্ত তাঁকে ছাড়াই কর্মসূচি চালাবে তাঁর দলের কর্মীরা।
বর্তমানে তিনি কলকাতায় থাকলেও নিয়মিত তিনি প্রচার করছেন বসিরহাটে। স্বাভাবিকভাবেই এদিনও দিনভর সন্দেশখালিতে তাঁর একাধিক কর্মসূচি ছিল।কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও এর আগেও একবার ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এদিন ফের একবার একই কারণে ভর্তি হতে হল হাসপাতালে। এদিন ভোরে পরিস্থিতি জটিল হওয়ার কারণে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।সুস্থ হয়েই ফের প্রচারে যোগ দেবেন বলে জানালেন রেখার স্বামী।