বীরভূম, ৩ এপ্রিল (হি.স) : তারাপীঠ মন্দিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের জয় প্রার্থনা করলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি ওই লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে মন্দিরে যান। সেখানে পূজার্চনা করেন। এদিন তিনি শতাব্দীর জয় নিয়ে ১০০ শতাংশ আশা প্রকাশ করেন।
পরে তিনি বীরভূমের কোর কমিটি বৈঠকে যোগ দেন। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরি, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ এবং অভিজিৎ সিংহ। আমন্ত্রিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। তাঁরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার দুই লোকসভা কেন্দ্রের ১৯২ কর্মীও।অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটির বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, ”ভোটের ফলের উপর দলীয় পদের প্রোমোশন-ডিমোশন নির্ভর করছে। কোন ব্লক সভাপতির কী অবস্থা তা আমি প্রকাশ্যে বলে লজ্জা দিতে চাই না। দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব রেয়াত করা হবে না। বীরভূমের আসন অত্যন্ত গুরুত্বপূর্ন।”