মানব পাচারকারীর সাথে জড়িত মহিলা আটক

আগরতলা,২ এপ্রিল: রেল পুলিশের হাতে মানব পাচারকারীর সাথে জড়িত এক মহিলা আটক। তাঁর নাম পারুল আক্তার।

রেল পুলিশ তাপস দাস জানিয়েছেন, গত ২৩ মার্চ জিআরপি থানায় হাতে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছিল। পরবর্তী সময়ে থানায় মামলা হয়েছিল। তাঁদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাঁদের থেকে পাচার কাজে জড়িত মতিনগরের বাসিন্দা পারুল আক্তারের নাম উঠে আসে। সে সুবিধা ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। তিনি ঘটনাটি আঁচ করতে পেরে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে গোয়েন্দা সূত্রে খবর আসে তিনি বাড়িতে এসেছেন। সাথে সাথে আজ সকালে বিএসএফ, আমতলী থানার পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, অবৈধভাবে ত্রিপুরায় আসা বাংলাদেশী নাগরিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন তিনি।