মোদীজির নেতৃত্বে ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের কন্ঠস্বর হয়ে উঠেছে : জে পি নাড্ডা

জব্বলপুর, ২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের কন্ঠস্বর হয়ে উঠেছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “আমাদের দেশে জি-২০ আয়োজিত হয়েছিল, ১০০টিরও বেশি শহরে ২০০টিরও বেশি সভা অনুষ্ঠিত হয়েছিল। আফ্রিকান ইউনিয়নও এখানে স্থায়ী সদস্যের মর্যাদা পেয়েছে। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর নিয়েও ঐকমত্য হয়েছে এখানে।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার মধ্যপ্রদেশের জব্বলপুরে পৌঁছলে দলীয় কর্মকর্তা ও কর্মীরা তাঁকে স্বাগত জানান।

নাড্ডা এদিন বলেছেন, “গ্রাম, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, দলিত, মহিলা, যুবক এবং কৃষকদের নিয়ে যদি কেউ চিন্তিত থাকেন, তবে তিনি প্রধানমন্ত্রী মোদীজি।” নাড্ডা আরও বলেছেন, “একদিকে প্রধানমন্ত্রী মোদীজি, যিনি বলছেন আমরা দুর্নীতি দূর করব এবং দুর্নীতির সঙ্গে আপস করব না। অন্যদিকে, আইএনডিআই জোট দুর্নীতিতে জড়িত মানুষজনের সমাবেশে পরিণত হয়েছে।”