নয়াদিল্লি, ২ এপ্রিল (হি. স.): ভিস্তারার উড়ান বাতিলের বিষয়টিতে নজর রাখছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। সূত্রের খবর, ভিস্তারার এত উড়ান বাতিল নিয়ে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে।
জানা গেছে, কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক এ নিয়ে ইতিমধ্যেই ভিস্তারার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অন্যদিকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা যেন ফ্লাইটের স্টেটাস দেখে নেন। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে, বিমান বাতিল হলেও ডিজিসিএ–র নিয়ম অনুযায়ী যাত্রীদের জন্য বিকল্প ব্যাবস্থা করতে হবে।
উল্লেখ্য, ভিস্তারা এয়ারলাইন্সে পাইলট সঙ্কটের জেরে মঙ্গলবার সকালে দেশ জুড়ে ভিস্তারার ৩৮টি বিমান বাতিল হয়েছে। এখনও অবধি মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং ১১টি বিমান বাতিল হয়েছে বেঙ্গালুরু থেকে। প্রসঙ্গত, সোমবারই ৫০টির বেশি বিমান বাতিলের পাশাপাশি ১৬০টি বিমান দেরিতে উড়েছিল। জানা যাচ্ছে, সম্প্রতি ভিস্তারা সংস্থার তরফে কর্মীদের জন্য নয়া বেতন কাঠামো তৈরি হয়েছে। তাতেই ক্ষুব্ধ সংস্থার সঙ্গে যুক্ত কর্মী ও পাইলটরা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একসঙ্গে ছুটি নিয়েছেন অনেক পাইলট।

