আগরতলা, ২ এপ্রিল : সিপিএম ও কংগ্রেসের রাজত্বে খুনের ঘটনায় নেতারা দায়ী নয়। ঘুরিয়ে কর্মীদের দায়ী করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আজ আমবাসায় পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে ঘিরে আয়োজিত সভায় সিপিএম ও কংগ্রেস জমানায় খুনের ঘটনা স্বীকার করে সুদীপ বাবু বলেন, নেতারা কখনোই কাউকে খুন করতে বলে দেননি।
এদিকে, ওই জনসভায় বোন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্য আনারসে পদ্ম ফুল ফুটিয়েছে বলে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে বিঁধলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন,কেন্দ্রীয় সরকার দেশের ৮০ কোটি গরীব জনগণকে বিনামূল্যে ৫ কেজি করে চাল প্রদান করছেন। নির্বাচনী বৈতরণী পার করার জন্য নরেন্দ্র মোদী গরিবের মধ্যে ৫ কেজি চাল প্রদান করছেন।
তাঁর কথায়,আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কংগ্রেস লড়াই করতে না পারে তার জন্য ষড়যন্ত্র করে কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। যাঁরা প্রতিবাদ করবেন তাঁদের পেছনে ইডি, সিবিআই লেলিয়ে দেবে নরেন্দ্র মোদীর নেত্বতাধীন বিজেপি সরকার। তাই গণতন্ত্র বাঁচাতে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডি জোটকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
তাঁর দাবি, বিজেপি সরকার এসটি এবং এসসি বিরোধী। তফশিলী জাতি এবং তফশিলী উপজাতিরা যে সংরক্ষণের আওয়তায় রয়েছে তাঁদের সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এদিন তিনি বলেন, বিজেপির কাছে কোনো প্রার্থী নেই। তাই তারা বহিঃরাজ্য থেকে একজনকে ভাড়া করে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। এদিন তিনি তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে একহাত নিয়েছেন। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, বোন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্য আনারসে পদ্ম ফুল ফুটেছে। কারণ, ছত্তিশগড়ে সম্পত্তি বিবাদে জারি পড়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মনের বোন ও ভগ্নিপতি। তাই সিবিআই -এর থেকে বাঁচানোর জন্য প্রদ্যোত বিজেপিতে সামিল হয়েছেন।
তাঁর আরও কটাক্ষ, বোন ও ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে তীপ্রসাদের বিক্রি করে দিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। যাঁরা স্বার্থের জন্য তীপ্রসাদের ভুলে গিয়েছেন তাঁদের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া কি প্রয়োজন আছে। শুধু ভোট পাওয়ার জন্য এতদিন ধরে তীপ্রসাদের ব্যবহার করে গিয়েছে।
এদিন নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রের কাঠামোকে নষ্ট করে দিয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ধোকাবাজি, প্রতারণা,কালোটাকা এবং আরও অসৎ উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। দেশে তারা হিটলারের, ফ্যাসিবাদী ও একনায়কতন্ত্র সরকার তৈরী করার চেষ্টা করছে।
এদিন তিনি বলেন, আমাদের দায়িত্ব আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে নতুন সরকার গড়তে হবে। কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসলে সমাজের প্রত্যেক অংশের লোক সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন।

