লোকসভা নির্বাচনে আরও দুই আসনের প্রার্থী তালিকা প্রকাশ সপা-র, আগ্রায় সুরেশ ও মেরঠে লড়বেন অতুল

লখনউ, ২ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে আরও দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। মঙ্গলবার উত্তর প্রদেশের আগ্রা ও মেরঠ সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

সপা-র প্রার্থী তালিকা অনুযায়ী, মেরঠ সংসদীয় আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অতুল প্রধান এবং আগ্রা লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে সুরেশ কদম-কে। প্রসঙ্গত, মেরঠ সংসদীয় আসনে প্রার্থী বদল করে অতুলের নাম ঘোষণা করা হয়েছে।