পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ইন্ডি জোটের সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং

আগরতলা, ২ এপ্রিল: লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডি জোটের সিপিএমের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন। এদিন আমবাসায় সুবিশাল রেলীর মাধ্যমে ধলাই জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন,বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর, বিধায়ক বীরজিৎ সিনহা, সহ সিপিএম -কংগ্রেসের কর্মীরা।

লোকসভা নির্বাচনে আজ ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩ জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। সিপিআই (এম) দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া ও নির্দল প্রার্থী অর্চনা উরাং আজ রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডি জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এদিন তিনি বলেন,সংবিধান রক্ষার জন্য আসন্ন লোকসভা নির্বাচন খুবই গুরুত্পূর্ণ। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্যও এই নির্বাচন গুরত্বপূর্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *