কমিউনিস্টের শাসনকালে জনগণ উৎসবের মেজাজে ভোট দিত পারতেন না : বিপ্লব

আগরতলা,২ এপ্রিল: কমিউনিস্টের শাসনকালে জনগণ উৎসবের মেজাজে ভোট দিত পারতেন না। কিন্তু বিজেপি সরকারের শাসনকালে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। আজ নোয়াগাঁও-এ যোগদান সভায় একথা বলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

তাঁর কটাক্ষ, কমিউনিস্টের রাজত্বকালে নির্বাচন মানে সন্ত্রাস, মারপিট, বিরোধী দল সর্মথিতদের বাড়ি জ্বালানো।কিন্তু বিজেপি সরকারের রাজত্বকালে জনগণ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিন তিনি জোর গলায় বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড়দিন হল নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে মানুষ কখনো তা মনে করতে পারেননি। কারণ,কমিউনিস্টরা ক্ষমতার লোভ, ক্যাডার পালনের লোভে কারণে ভোটকে উৎসবের মেজাজে করতে দিত না। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জনগণ মুক্তির শ্বাস নিতে পেরেছেন।

এদিন তিনি বলেন, সিপিএমের রাজত্বে বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া হয়েছেন, বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন। আজ রাজ্যে বামগ্রেসের মিতালি হয়েছে। ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী প্রতিদ্ধন্দিতা করবেন।

এদিন তিনি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নাম না নিয়ে একহাত নিয়েছেন। এদিন তিনি বলেন, এখন নির্লজ্জের মত আলোচনা করে সিপিএমের কার্যালয় থেকে বের হন। তাহলে এত বছর যাবৎ ত্রিপুরাবাসীর উপর অত্যাচার করার দরকার কি ছিল। কংগ্রেসের করার সুবাদে সিপিএম তাঁদের কাজ থেকে বিপিএল কার্ড ছিনিয়ে নিত।

এদিন তিনি বলেন, সিপিএম কখনো মহিলাদের সম্মানের চোখে দেখত না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনির্ভর করতে প্রায়স চালিয়ে যাচ্ছেন। বিজেপি সরকারের কাছে সবচেয়ে বেশি মহিলা কর্পোরেটর ,সংসদ,বিধায়ক রয়েছে। সিপিএম ও কংগ্রেসের কাছে মহিলাদের কোনো স্থান নেই।