তিহাড় জেলে প্রথম রাতে ঘুম এল না কেজরির, চা ও ধ্যানে শুরু মঙ্গলের সকাল

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। সোমবার বিকেলে কেজরিওয়াল তিহাড়ে প্রবেশ করেন। তিহাড়ের জেলে দু’নম্বর সেলে ঠাঁই হয়েছে তাঁর। তবে জেল সূত্রে খবর, তিহাড়ে বিনিদ্র রাত কাটিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সকাল কেটেছে ধ্যান এবং যোগব্যায়াম করে।

সূত্রের খবর, তিহাড়ের প্রথম রাত ভাল কাটেনি কেজরির। কিছুক্ষণ মাত্র ঘুমোতে পেরেছেন তিনি। কেজরিকে সোমবার বিকেলে তিহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে শর্করার মাত্রা ৫০-এর নীচে নেমে গিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ দেওয়া হয়। এর পর বিকেলে চা এবং রাতে বাড়ির তৈরি খাবার পরিবেশন করা হয়েছিল এএপি প্রধানকে। সূত্রের খবর, তিহাড়ের কক্ষে কেজরিওয়ালকে একটি গদি, একটি কম্বল এবং দু’টি বালিশ দেওয়া হয়েছে। তবে সোমবার রাতে কিছুক্ষণ মাত্র ঘুমিয়েছিলেন তিনি।