ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয়-ই পেয়েছে সদর বি দল। একাধিক খেলাতেই সদর এ দলের মধ্যে কিছুটা খামতি ধরা পড়েছিল। ফাইনাল ম্যাচে সেটাই যেন বাস্তবায়িত হলো। টিসিএ পরিচালিত অনুর্ধ ১৩ রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করলো সদর বি দল। সোমবার রানীরবাজার মাঠে নির্ণায়ক ম্যাচে সদর বি দল মুখোমুখি হয় সদর এ দলের। ফাইনাল ম্যাচে সদর বি দল ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো সদর এ দলকে। টস জিতে সদর বি দল প্রথমে ফিল্ডিং করে। ব্যাট করতে নেমে সদর এ শিবির ৩৪.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৮১ রান। ব্যাটে দলের হয়ে রাহুল মিয়া ২৭, রণদীপ দাস ১৩, অঙ্কিত দাস ১২ রান করে।এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারেনি। অতিরিক্ত থেকে দল পায় ১৪ রানের ভরসা। বোলিংয়ে সদর বি দলের পক্ষে ক্রিস ভৌমিক ৪ টি, অয়ন দেবনাথ ৩টি , আইজেক দেববর্মা ২ টি এবং ময়ুখ চৌধুরী ১ টি উইকেট নেয়। পাল্টা খেলতে নেমে সদর বি দল ৩০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে ময়ুখ চৌধুরী ৩০, বেদব্রত বণিক ১৩, দেবব্রত রুদ্র পাল ১১, নিলেশ সূত্রধর ১৭ রানে অক্ষত থাকে। সুবাদে অনায়াসেই চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নিলো সদর বি দল। বিজয়ী দলের পক্ষে ক্রীশ ভৌমিক ১৯ রানে ৪টি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।
2024-04-01