খড়িবাড়ি, ১ এপ্রিল (হি.স.) : শিলিগুড়ির পানিট্যাঙ্কি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে।
এদিন সকালে খড়িবাড়ি-পানিট্যাঙ্কি ৩২৭ নম্বর জাতীয় সড়কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে খড়িবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

