কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার আরও এক। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল তিন। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন। তিনি গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়িটির নির্মাণ শ্রমিক ছিলেন। পাশাপাশি অন্য শ্রমিকদের দেখাশোনার দায়িত্বও ছিল তাঁর উপর।
রিপনকে বকুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় ওই বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে যে জমির উপর ওই বহুতলটি তৈরি হচ্ছিল, সেটির মালিক মহম্মজ সরফরাজ ওরফে পাপ্পুকেও গ্রেফতার করা হয়। এ বার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার রাজমিস্ত্রি রিপন।