মান্ডি, ১ এপ্রিল (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গণতন্ত্রকে হত্যা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। সোমবার কঙ্গনা বলেছেন, “যদি গণতন্ত্রকে হত্যা করা হয়, তাহলে আমরা কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি? জনগণকে প্রভাবিত করা, তাঁদের সমর্থনের জন্য অনুরোধ করা, আপনার প্রতি তাঁদের আস্থা ও সমর্থন এবং আপনার সঙ্গে তাদের জোটবদ্ধতা – এগুলো কি গণতন্ত্রের হত্যা? এটি গণতন্ত্রের হত্যা নয়? এটাই গণতন্ত্র। হয়তো তিনি গণতন্ত্রের সংজ্ঞা জানেন না।”
উল্লেখ্য, কঙ্গনাকে কুরুচিকর মন্তব্য করার জন্য কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে কড়া সমালোচনা করেছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, “আমি ইতিমধ্যে এই বিষয়ে অনেকবার বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী (জয়রাম ঠাকুর)ও এই বিষয়ে কথা বলেছেন। আমরা মর্মাহত। মান্ডির ভোটাররা এর জবাব দেবেন, আমাদের বারবার এর উত্তর দিতে হবে না।”