মাজুলি (অসম), ১ এপ্রিল (হি.স.) : মাজুলিতে মেগা সাইকেল মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার করেছেন বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
দলীয় কার্যকর্তা, সদস্য সহ সমুদ্র-সদৃশ সমর্থকদের অগ্রভাগে বাই-সাইকেল চড়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রথ ‘বিজয় সংকল্প যাত্রা’ করেছেন মুখ্যমন্ত্রী।
‘বিজয় সংকল্প যাত্রা’র পর মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মাজুলির মানুষ আজ ১৫ কিলোমিটার বিজয় সংকল্প সাইকেল যাত্রাকে অকুণ্ঠ সমর্থন করেছেন। অসমের প্রতিটি গ্রামের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে এ ধরনের যাত্রা সংগঠিত করবেন।
আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে উচ্ছ্বসিত হিমন্তবিশ্ব শর্মা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অসমে ১৯ এপ্রিল থেকে তিন দফার লোকসভা নির্বাচনে বিজেপি এবার ১৪-এর মধ্যে নিশ্চিতভাবে ১১ প্লাস আসনে জয়লাভ করবে।

