আগরতলা,১ এপ্রিল: প্রয়াত জননেতা তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবসে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। পাশাপাশি এদিন প্ৰয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাধারঘাট মন্ডলের উদ্যোগে রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, একজন জননেতা হিসেবে যে গুণাবলী থাকা দরকার সেগুলি প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের মধ্যে ছিল. তিনি সংগঠনের বাইরেও বাধারঘাট বিধানসভা কেন্দ্রের জনগণের জন্য অনেক কাজ করেছিলেন। তিনি আসলেই প্রকৃত জননেতা ছিলেন।