কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : আমরা জাতীয় স্তরে “আইএনডিআই” জোটের সঙ্গে রয়েছি, রবিবার সাংবাদিকদের একথা বলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। “আইএনডিআই” জোটের মেগা সমাবেশ নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আইএনডিআই” জোটের সৃষ্টি করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জোটের নামটিও দিয়েছেন নেত্রী। আমরা জাতীয় স্তরে “আইএনডিআই” জোটের সঙ্গে রয়েছি। তবে পশ্চিমবঙ্গে রাজ্য কংগ্রেস এবং সিপিএম বিজেপির এজেন্ট হয়ে উঠেছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁদের কোনও সংগঠন নেই, তবে তাঁরা বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করছে। তাই বাংলায়, বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে ৪০টি আসনেই লড়বে তৃণমূল।”
2024-03-31