মাদারিহাট, ৩১ মার্চ (হি. স.) : আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্থ হল পাঁচটি ঘর ও একটি চায়ের দোকান। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যাানের জঙ্গল থেকে একটি বুনো হাতির দল বেরিয়ে মাদারিহাটের মেঘনাথ সাহা নগরে প্রবেশ করে।বেশ কয়েকঘণ্টা এলাকায় তান্ডব চালিয়ে পাঁচটি বাড়ি ভেঙে দেয়। পাশাপাশি এক বাসিন্দার চায়ের দোকানও ক্ষতিগ্রস্থ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। পরবর্তীতে হাতির দলটি জঙ্গলে প্রবেশ করে।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই হাতি এলাকায় প্রবেশ করে।ঘটনার পর থেকে আতঙ্কে এলাকার মানুষ। বনদফতরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান ক্ষতিগ্রস্থ বাসিন্দারা।