৪ এপ্রিল বিহারের জামুইতে নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী মোদী

পাটনা, ৩১ মার্চ (হি.স.) : আগামী ৪ এপ্রিল বিহারের জামুইতে নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জামুইয়ের খয়রা ব্লকের অধীনে নারিয়ানা সেতুর কাছে নির্বাচনী সভায় ভাষণ দেবেন।

বিজেপির জেলা সভাপতি কানহাইয়া কুমার সিং বলেছেন যে নির্ধারিত কর্মসূচি অনুসারে, প্রধানমন্ত্রী মোদী জামুই জেলার খয়রা ব্লকের অন্তর্গত নারিয়ানা সেতুর কাছে এনডিএ প্রার্থী অরুণ কুমার ভারতীর সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। নির্বাচনী সভা শেষে তিনি অন্যত্র রওনা দেবেন।