মেরুট, ৩১ মার্চ(হি.স.): “আইএনডিআই” জোট কৃষকদের ঘৃণা করে, রবিবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ রাজ্যের মেরুট থেকে জনসভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন আরও বলেন, কৃষকদের ঘৃণা করে এই জোট। শুধু তাই নয় চৌধুরী চরণ সিংকেও যথাযথ সম্মান দেয়নি জোটের সদস্যরা। সংসদে আলোচনার সময় “আইএনডিআই” জোট সংসদের ভিতরে কী করেছিল তা সমগ্র দেশ দেখেছিল৷ আমাদের ছোট ভাই জয়ন্ত চৌধুরী ভারতরত্ন পুরষ্কার নিয়ে সংসদে বক্তৃতা দিতে দাঁড়ালে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছিল, তাঁকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। কংগ্রেস ও এসপির উচিত দ্বারে দ্বারে গিয়ে এই এলাকার কৃষকদের কাছে ক্ষমা চাওয়া।”
2024-03-31