নয়াদিল্লি, ৩১ মার্চ (হি. স.): আয়কর বিভাগের একের পর এক নোটিসে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস জর্জরিত। শনিবার আয়কর দফতর আবারও কংগ্রেসকে আরও দুটি নোটিস পাঠিয়েছে বলে রবিবার বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, সব মিলিয়ে জরিমানা সহ বকেয়া করের অঙ্ক মোট ৩,৫৬৭ কোটি টাকা।
উল্লেখ্য, কংগ্রেস নেতারা দাবি করে আসছেন, লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে “কর সন্ত্রাস” করছে বিজেপি। প্রধান বিরোধী দলকে আর্থিকভাবে পঙ্গু করা হচ্ছে। আয়কর বিভাগ সূত্রে খবর, রাজনৈতিক দলকে চাঁদার জন্য আয়কর দিতে হয় না। কিন্তু সেটা ২০০০ কোটি টাকা পর্যন্ত আয় হলে। কংগ্রেস তার চেয়ে বেশি আয়েও কর দেয়নি। সেকারণেই নোটিশ দেওয়া হয়েছে।