সিঙ্গুর, ৩১ মার্চ (হি. স.) : লোকসভা ভোটের মুখে সিঙ্গুরে তৃণমূল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূল কর্মী। যোগ দিলেন বিজেপিতে। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। রবিবার সিঙ্গুরের পশ্চিম বারুপাড়ায় আয়োজিত এক নির্বাচনি সভায় তৃণমূল কর্মী সমর্থকদের হাতে পদ্মপতাকা তুলে দেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
লকেটের দাবি, সন্দেশখালির ঘটনার পর থেকে আরও বেশি করে মহিলারা বিজেপির হাত ধরছেন। পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রায় ১০০ তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। এদিনের সভা থেকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট। সম্প্রতি সিঙ্গুরের দই নিয়ে রচনার একটি মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রচনা বলেছিলেন, ‘এখানে চারিদিকে এত সবুজ ঘাস, টাটকা শাক পাতা খেয়ে গোরু ভালো দুধ দেয়। তাই এখানকার মিষ্টিতে এত স্বাদ।’ সেই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি লকেট চট্টোপাধ্যায়ও। লকেট বলেন, “উনি বলছেন সিঙ্গুরের ঘাস খেয়ে না কি গোরু ভালো দুধ দিচ্ছে। তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন সিঙ্গুরে শিল্প হয়নি। শুধু ঘাসই হয়েছে। ওনার দিদি বীজ ছড়িয়েছিলেন। সেই বীজ থেকে ঘাসফুল হয়েছে। সেই ঘাসফুল এখন গোরুতে খাচ্ছে।”