অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত অভিযোগে গ্রেফতার চার
গুয়াহাটি, ৩১ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) গত কয়েক দিন অভিযান চালিয়ে ৯ লক্ষ ১৯ হাজার টাকার বেশি মূল্যের ৯১ কেজির অধিক গাঁজা উদ্ধার করেছে। এছাড়া অবৈধ ব্যবসা এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে।
আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর জনিয়েছেন। তিনি জানান, ২৭ ও ২৮ মার্চের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বিভিন্ন ট্রেন ও স্টেশনে আরপিএফ নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সামগ্রীগুলি উদ্ধার করেছে।
সব্যসাচী দে জানান, ২৮ মার্চ আগরতলার আরপিএফ ও জিআরপি লামডিঙের আইটি সেলের সাথে যৌথভাবে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। আরপিএফ-এর যৌথ টিমটি আনুমানিক ৩.৯০ লক্ষ টাকার ৩৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। একই দিনে অন্য আরেক অভিযানে রঙিয়ার আরপিএফ টিম ট্রেন নম্বর ১২৫২০ ডাউন আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস থেকে আনুমানিক ১.৫৫ লক্ষ টাকার দাবিহীন ১৫.৫ কেজি গাঁজা উদ্ধার করে। পরবর্তী পদক্ষেপের জন্য ধৃত ব্যক্তিদের উদ্ধারকৃত গাঁজা সহ আগরতলা ও রঙিয়ার জিআরপি পোস্টের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
একইভাবে ২৭ মার্চ আগরতলা ও ধর্মনগর আরপিএফ যৌথভাবে সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩৭.৪ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনা সম্পর্কে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে ধর্মনগর স্টেশন থেকে উদ্ধারকৃত সামগ্রী এখনও দাবিহীন অবস্থায় রয়েছে। উদ্ধারকৃত নিষিদ্ধ সামগ্রীর মূল্য আনুমানিক ৩.৭৪ লক্ষ টাকার বেশি। পরে উভয় স্টেশন থেকে উদ্ধারকৃত সামগ্রী এবং ধৃত ব্যক্তিকে আগরতলা ও ধর্মনগর জিআরপি পোস্টের হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলওয়ে চত্বরে অবৈধ মাদক ও সামগ্রীর ব্যবসা প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধেও অভিযান চালিয়ে আসছে। ২৬ মার্চ ডিমাপুর রেলওয়ে স্টেশনে ডিমাপুর আরপিএফ রেলওয়ে যাত্রীদের বেহুঁশ করার কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে। আরপিএফ টিমটি সন্দেহজনক বিস্কুট সহ বেহুঁশ করার মাদকের ২০টি প্যাকেট, নগদ টাকা, ঠাণ্ডা পানীয়ের বোতল এবং একটি ফোনের সাখে এক ব্যক্তিকে আটক করে। পরে ধৃত ব্যক্তিকে ডিমাপুরের জিআরপির হাতে তুলে দেওয়া হয়।