কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : আইপিএলে ১৩–তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আইপিএলে দিল্লি ক্যাপিটালও চেন্নাই সুপারকে টেক্কা দিয়েছে তা একবার দেখে নেওয়া যাক। আইপিএলে দিল্লি ক্যাপিটাল বনাম চেন্নাই সুপারের হেড-টু-হেড রেকর্ড:
**ম্যাচ হয়েছে : ২৯টি
**দিল্লি ক্যাপিটালস জিতেছে : ১০টি।
**চেন্নাই সুপার কিংস জিতেছে : ১৯টি।
**শেষ ফলাফল : চেন্নাই ৭৭ রানে জিতেছে (২০২৩)।
দিল্লি বনাম চেন্নাই আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি রান:
এমএস ধোনি (সিএসকে) : ৬২৯ রান।
সুরেশ রায়না (সিএসকে) : ৫৫২ রান।
শিখর ধাওয়ান (দিল্লি) : ৪৩৩ রান।
দিল্লি বনাম চেন্নাই আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট :
আর অশ্বিন (সিএসকে, ডিসি) : ইনিংস:১৬ উইকেট: ১৯
ডোয়াইন ব্রাভো (সিএসকে) : ইনিংস :১৭ উইকেট :১৯
রবীন্দ্র জাদেজা (সিএসকে) : ইনিংস : ১৮ উইকেট :১৭