চট্টগ্রাম, ৩১ মার্চ (হি.স.) : চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও চালকের আসনে শ্রীলঙ্কা। ব্যাট হাতে প্রথম ইনিংসে পাহাড় সমান ৫৩১ রান করার পর বোলিংয়ে ৫৫ রান দিয়ে বাংলাদেশের ১টি উইকেট নিয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে এখনও ৪৭৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। সুতরাং শুরুতেই বলা যায় এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই নেই। বাংলাদেশ এখন চেষ্টা করবে সম্মানজনক ভাবে এই টেস্ট অমীমাংসিত রাখতে। জাকির হাসান দিনের শেষে ২৮ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে আছেন তাইজুল ইসলাম।
রবিবার শ্রীলংকার উইকেট গুলি নিয়েছেন সাকিব আল হাসান ৩টি। অভিষিক্ত হাসান মাহমুদ পেয়েছেন ২ উইকেট।আর একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।

