দুদিনের সফরে জয়পুরে পৌঁছেছেন অমিত শাহ

জয়পুর, ৩১ মার্চ (হি.স.) : দুদিনের সফরে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তিনি জয়পুরে পৌঁছন। দুপুর ২টো নাগাদ জয়পুর বিমানবন্দরে পৌঁছলে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তাঁকে স্বাগত জানান। সিকারে রোড শো দিয়ে রাজস্থানে নির্বাচনী প্রচার শুরু করবেন শাহ।

বিমানবন্দর থেকে সরাসরি জওহর সার্কেলে অবস্থিত হোটেলে পৌঁছন শাহ। সেখানে তিনি চুরু, ঝুনঝুনু, করৌলি-ধোলপুর, নাগৌর এবং দৌসার ৫ টি লোকসভা আসনের কোর কমিটির যৌথ বৈঠক করবেন। বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনা হবে। জানা গেছে, বৈঠকে উপস্থিত থাক‍বেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্য সভাপতি সিপি জোশী, রাজ্য নির্বাচনের ইনচার্জ বিনয় সহস্ত্রবুদ্ধে, সহ-ইনচার্জ বিজয়া রাহাতকর, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী, ডক্টর প্রেম বৈরওয়া এবং বিরোধী দলের প্রাক্তন নেতা রাজেন্দ্র সিং রাঠোর।