দ্বারকা, ৩১ মার্চ (হি.স.) : গুজরাটের দ্বারকায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। দ্বারকার আদিত্য রোডের একটি বাড়িতে রবিবার ভোর ৪ টের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, রবিবার ভোররাতে আদিত্যনগরের একটি বাড়িতে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পর ভেতর থেকে ৪ জনের মৃতদেহ বের করেন দমকলের কর্মীরা। মৃতরা হলেন, পবন উপাধ্যায় (৩০), তিথি উপাধ্যায় (২৭), ধ্যান (৭ মাস) এবং ভামিনীবেন উপাধ্যায়। সকলের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।