ডিমা হাসাও জেলায় নদীর জলে ডুবে মৃত্যু দুই শিশুর

হাফলং (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমা হাসাও জেলার জুরাই গ্রামে।

আজ শনিবার প্রাপ্ত খবরে প্রকাশ, হাফলং নিউকুঞ্জুংয়ের বাসিন্দা সুমিত কেম্প্রাই জুরাই গ্রামে ক্র্যাশার মেশিনে কাজ করেন। দুই পুত্রের পরীক্ষা শেষ হওয়ায় সুমিত তার দুই পুত্রকে বেড়ানোর উদ্দেশ্যে জুরাই গ্রামে নিয়ে যান। কিন্তু শুক্রবার অন্য আরেক শিশুর সঙ্গে তার দুই ছেলে খেলতে খেলতে দিয়ুং নদীর কাছে চলে যায়। এক সময় তারা নদীতে স্নান করতে নামে। তখনই সুমিত কেম্প্রাইয়ের দুই ছেলে সতীক কেম্প্রাই (৯) এবং সিয়াম কেম্প্রাই (১৩) জলে তলিয়ে যায়।

সতীক এবং সিয়ামের সঙ্গী শিশুটি একা ঘরে ফিরে আসে। তখন সুমিত তার দুই ছেলেকে না দেখে ওই শিশুটিকে জিজ্ঞেস করে জানতে চান তার দুই ছেলে কোথায়? তখন শিশুটি ভয় পেয়ে বলে ওরা অন্য রাস্তায় আসছে। কিন্তু তার পরও তার দুই ছেলে না আসায় সুমিত আশপাশ এলাকার লোকজন ডেকে নদীতে গিয়ে দেখেন নদীর পারে তাদের কাপড় রয়েছে। তা দেখে তাদের বুঝতে অসুবিধা হয়নি। সবাই নদীতে নেমে তল্লাশি চালিয়ে সতীক ও সিয়ামকে উদ্ধার করে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। হৃদয়বিদারক ঘটনায় সমগ্র জুরাই গ্রাম সহ হাফলং নিউকুঞ্জুং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।