ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ধর্মনগরে বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শনিবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার। সেমিনারে ছাত্র-ছাত্রী সহ বিজ্ঞানমনস্ক লোকজনেরা উপস্থিত ছিলেন।

শনিবার ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস (সিবিএসসি) স্কুলে অনুষ্ঠিত হয়  বিজ্ঞান বিষয়ক সেমিনার। শুরুতে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিনারের সূচনা হয় ।

সূচনাকালে মঞ্চে উপস্থিত ছিলেন সেমিনারের আলোচক তথা এমবিবি মহাবিদ্যালয়ের ফাউন্ডার প্রফেসর তথা রসায়ন বিজ্ঞানের অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান ড: রজত কান্তি ভট্টাচার্যী, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রাস্টি সম্পাদক দেবময় ভট্টাচার্যী এবং অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস ।

অতিথিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান ও সম্পাদক পুষ্পস্তবক ও উত্তরীও দিয়ে  প্রথমে বরণ করে নেন। এরপর বিদ্যালয়ের সংগীত শিক্ষক সুব্রত চক্রবর্তী, শিক্ষিকা ডঃ সুদীপ্তা দাস এবং বিদ্যালয়ের ছাত্র সম্রাট চক্রবর্তী র সমবেত সংগীতের মধ্য দিয়ে কর্মশালার শুভ সূচনা হয়। সেমিনারের আলোচ্য বিষয় ছিল “লেট আস নো আওয়ার সান” সেমিনারের আলোচক  তথা  এমবিবি মহাবিদ্যালয়ের ফাউন্ডার প্রফেসর পূর্ণেন্দু কান্তি দাস ।

তিনি তার আলোচনায় বিশ্বব্রহ্মাণ্ড এবং বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যপ্ত সূর্যকে কেন্দ্র করে বিশদ আলোচনা করেন । তার আলোচনায় অনেক অজানা তথ্য তিনি উপস্থাপন করেন। তিনি বলেন বিশ্বব্রহ্মাণ্ডে অসংখ্য সূর্য রয়েছে ,আমাদের সূর্য থেকে অপর সূর্যে আলো পৌঁছতে সোয়া চার বছর সময় লাগে, যাকে বলা হয় এক আলোকবর্ষ।

এছাড়াও তার আলোচনা স্থান পায় আহ্নিক গতি ,বার্ষিক গতি, তারা জগত সম্পর্কিত অনেক মূল্যবান অজানা বিষয় ।এছাড়াও পৃথিবীর আবর্তন গতি, সূর্যের আবর্তন গতি  নিয়ে বিশদ আলোচনা করেন । তার সমৃদ্ধ আলোচনায় মুগ্ধ হন শ্রোতারা। প্রায় অর্ধশতাধিক শ্রোতা শ্রোতার আসনে ছিলেন। শ্রোতাদের মধ্যে ছিলেন ধর্মনগরের প্রবীণ এবং বর্তমান অনেক বিজ্ঞান মনোভাবাপন্ন বিশিষ্টজনেরা।

উপস্থিত ছিলেন বিভিন্ন সময়ে  ত্রিপুরা বোর্ডের  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী। এছাড়াও আজকের এই আলোচনা চক্রে অংশ নিয়েছিলেন সুদূর আগরতলা থেকে অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক সুব্রত শিব এবং ড:    শিব প্রসাদ মজুমদার সহ আরো কয়েকজন বিশিষ্ট জনেরা। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক হওয়ার উপর এদিন বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষ আহ্বান জানানো হয়।