কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যা অহঙ্কার নিয়ে থাকে : অনুরাগ ঠাকুর

জম্মু, ৩০ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, “কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যা অহঙ্কার নিয়ে জীবনযাপন করে এবং আইন লঙ্ঘন করে চলেছে।” তিনি বলেছেন, “কংগ্রেসের দুর্নীতি স্পষ্টভাবে দৃশ্যমান। তাঁরা অসাধু অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছে।”

শনিবার জম্মুতে বিজেপি প্রার্থী শ্রী যুগল কিশোরজির মনোনয়নের সময় উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর। এদিন একটি বিশাল জনসভায় ভাষণ দিয়ে, যুগল কিশোরজিকে বিপুল ভোটে আবার সাংসদ নির্বাচিত করার আহ্বান জানান এবং এবার ৪০০ আসনের গন্ডি পেরিয়ে যাওয়ার অঙ্গীকার উপলব্ধি করতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *