ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় ভলিবল দল গঠনের প্রক্রিয়া চলছে। আগামী ৮ এপ্রিল অনূর্ধ্ব ২০ পুরুষ দলের জন্য এবং ১০ থেকে ১২ এপ্রিল সিনিয়র পুরুষ বিভাগের দল গঠনের জন্য ব্যাঙ্গালোরে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই সিলেকশন ট্রায়ালে যোগ দিতে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে উপযুক্ত এবং আগ্রহী ভলিবল খেলোয়াড়রা সেখানে অংশ নিতে পারবেন। দুটি বিভাগের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ যথাক্রমে থাইল্যান্ড এবং ইরানে অনুষ্ঠিত হবে। ব্যাঙ্গালোরে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক ত্রিপুরার উপযুক্ত ভলিবল খেলোয়াড়দের ১লা এপ্রিলের মধ্যে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সেক্রেটারি চন্দন সেন এর সঙ্গে উমাকান্ত একাডেমী ভলিবল কোচিং সেন্টারে যোগাযোগ করতে জানানো হয়েছে। এক্ষেত্রে খেলোয়ারদের অবশ্যই ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকতে হবে। সিলেকশন ট্রায়ালে যোগ দিতে প্রয়োজনীয় কোনও রকম টি এ-ডি এ ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন বহন করবে না বলেও জানানো হয়েছে।
2024-03-30

