অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে দুটি সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনুর্ধ ১৩ রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন নরসিংগড় পঞ্চায়েত মাঠে ডু অর ডাই ম্যাচে নামবে সদর বি ও বিশালগড়। যে দল পরাজিত হবে নিশ্চিতভাবে আসর থেকে বিদায় নেবে। জয়ী দল অংশ নেবে শিরোপা দখলের লড়াইয়ে। ঠিক একইভাবে এদিন নেপকো মাঠে মুখোমুখি হবে সদর এ ও উদয়পুর। টুর্নামেন্টের সেমিফাইনালে মূলত ফাইনাল খেলার টার্গেট নিয়েই আগামীকাল ময়দানে নামবে চারটি দল। লক্ষ্য অবশ্যই একটা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। দুই ম্যাচে জয়ী দল আগামী পহেলা মে শিরোপা দখলের লক্ষ্যে ময়দানে নামবে।