খড়িবাড়ি, ২৯ মার্চ (হি.স.) : শিলিগুড়ির খড়িবাড়ির ডুমুরিয়া এলাকায় সাতসকালে খড়িবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল পাথরবোঝাই একটি লরি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরবোঝাই লরিটি বাগডোগড়া থেকে খড়িবাড়ি হয়ে বিহার যাওয়ার পথে খড়িবাড়ি-ঘোষপুকুর রাজ্য সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। উলটোদিক থেকে আসা একটি চারচাকার গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় পাথরবোঝাই লরিটি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করে।

