মুম্বই, ২৯ মার্চ (হি. স.): প্রফুল্ল প্যাটেলকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। তারপরেই মনমোহন সিং-এর কাছে বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে সুর চড়িয়েছেন শিবসেনার উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ইউপিএ জমানার তৎকালীন বিমানমন্ত্রী প্রফুল্ল প্যাটেল নির্দোষ। ইউপিএ জামানায় ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়ার মধ্যে সংযুক্তিকরণের বিষয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার তদন্ত চালাচ্ছিল সিবিআই। দুই সংস্থার সংযুক্তিকরণের পর তৈরি হয়েছিল ন্যাশনাল এভিয়েশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার বিরুদ্ধে বিমানের লিজ বিষয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সিবিআই এই তদন্তের ইতি টেনে জানিয়েছে, যে অনিয়মের অভিযোগ উঠেছিল তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
তারপরেই সুর চড়িয়েছেন সঞ্জয় রাউত। তাঁর দাবি, এবার বিজেপির ক্ষমা চাওয়া উচিত। বিজেপি সেসময়ে প্রফুল্ল প্যাটেলের ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বিরুদ্ধেও পরোক্ষে আঙুল তুলেছিল বলে সঞ্জয় রাউতের বক্তব্য।
উল্লেখ্য, মাস কয়েক আগেই এন়ডিএ জোটে শামিল হয়েছিলেন প্রফুল্ল প্যাটেল। বিরোধীদের বক্তব্য, এন়ডিএ জোটে যোগ দেওয়ার পুরস্কার পেলেন প্রফুল্ল। তাঁকে ক্লিনচিট দিলো সিবিআই।